জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড, অক্ষত পবিত্র কোরআন শরীফ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৮ ২০২২, ১৯:৫০

জহিরুল ইসলাম সরকার, জুড়ী: মৌলভীবাজারের জুড়ীতে অগ্নিকান্ডে বাড়িঘরসহ দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় আছে। মঙ্গলবার (৮ মার্চ ) দুপুরে উপজেলার ভবানীপুর এলাকার মরহুম আবু হাজীর বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর এলাকার মরহুম আবু হাজীর মেয়ে ফাতেমা বেগমের বসতঘর ও দোকান কোটায় আগুন লাগার সাথে সাথে এলাকাবাসী আগুন নেভাতে সহায়তা করে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে আসে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ী মর্তুজ আলী বলেন, অগ্নিকান্ডে ফাতেমা বেগমের ঘরসহ দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

কুলাউড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোলায়মান আহমদ মুঠোফোনে বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।