জুড়ীতে বিপ্লব ও সংহতি দিবস পালন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৭ ২০২০, ২৩:৫১

জহিরুল ইসলাম সরকার, জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ৭ নভেম্বর (শনিবার) জুড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি দেওয়ান আইনুল হক মিনুর সভাপতিত্বে এবং শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাকিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি হাজি এম এ মোহাইমিন শামিম, সহ সভাপতি ডাঃ মোস্তাকিম আহমেদ বাবুল, সহ সভাপতি হাজি মুহিত আলী নামর, সাধারন সম্পাদক হাবিবুর রহমান আছকর, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজি সামছু মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম তোলা সহ জুড়ি উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।