জুড়ীতে নিসচা’র সচেতনতামূলক পথসভা ও মাস্ক বিতরণ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৮ ২০২২, ১৮:৪৬

জুড়ী প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক পথসভা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের জুড়ী উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি জুড়ী উপজেলা সভাপতি ও জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তাজুল ইসলাম (তারা মিয়া)৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহ নিমাত্রা এস.এফ ডিগ্রি কলেজের প্রভাষক সাইফ উদ্দিন আহমদ। বক্তব্য দেন নিসচা জুড়ী উপজেলা শাখার সহ- সভাপতি ও বড়লেখা সরকারি কলেজের প্রভাষক লিটন রঞ্জন দত্ত, নিসচা’র অর্থ সম্পাদক অমিত আল হাসান, কার্যকরী সদস্য সাইফুর রহমান, সাইফুজ্জামান, জাভেদ আহমেদ প্রমুখ।