জুড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৬ ২০২০, ০৯:৩১

জহিরুল ইসলাম সরকার, জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে “ইমাম সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশন জুড়ী উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মোঃ তাজ উদ্দিনের সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, গুজব ও অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা গ্রহণ করার জন্য ইমামগণের প্রতি আহবান জানান।

ইমাম সম্মেলনের পুর্বে মসজিদ ভিত্তিক গণশিক্ষা ও প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ফিল্ড সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমান জানান, সভায় জেলা পর্যায়ে ইমাম সম্মেলনে যোগদানের জন্য ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামকে মনোনীত করা হয় এবং সকল কেন্দ্রের শিক্ষকরা গণশিক্ষা ও প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের খোজ খবর নেয়ার তাগিদ দেয়া হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম ও উপজেলা মডেল কেয়ারটেকার হযরত মাওঃ মোঃ তাজউদ্দিন আল হাবীব, স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি হাঃ জুবায়ের আহমদ প্রমূখ।