জুড়ী মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১২ ২০২২, ১৯:৩৮

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় “জুড়ী মডেল একাডেমিতে” অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

সহকারী শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূকশিমইল সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমদ, সিনিয়র সাংবাদিক ও জুড়ী মডেল একাডেমির অভিভাবক সদস্য হারিস মোহাম্মদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মিজানুর রহমান, অভিভাবক সদস্য খোরশেদ আলম, আজিজুর রহমান তারা মিয়া, তোতা মিয়া প্রমুখ। এ অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা নাহিন বেগম। অভিভাবক সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণীর শিক্ষার্থী আবু সায়েম।

অভিভাবক সমাবেশ বক্তারা শিক্ষার মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষা ক্ষেত্রে মায়েদের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন।