জিহাদ নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য সাংসদ শেখ তন্ময়কে ক্ষমা চাইতে হবে: মাওলানা মুসলেহুদ্দীন রাজু
একুশে জার্নাল ডটকম
জুন ১৫ ২০২২, ২০:২১
জাহাঙ্গীর রায়হান: জাতীয় সংসদে ‘জিহাদ’ সম্পর্কে সংসদ সদস্য শেখ তন্ময়ের বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুসলেহুদ্দীন রাজু।
১৪ জুন (মঙ্গলবার) দুপুরে সিলেটের সিটি পয়েন্টে মহানবী সা.-কে কটুক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান মাওলানা মুসলেহুদ্দীন।
আরও পড়ুন: মহানবীর সা.-এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ উত্তাল সিলেট
তিনি বলেন, তথাকথিত নতুন প্রজন্মের দাবিদার সংসদ সদস্য শেখ তন্ময় জিহাদ সম্পর্কে যে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন তা স্পষ্ট কুরআনের সাথে সাংঘর্ষিক। অনতিবিলম্বে সেই সংসদ সদস্যের বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃর্শত ক্ষমা প্রার্থনা করতে হবে।
উল্লেখ্য, ১৩ জুন মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পিকারকে উদ্দেশ করে সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, “মাননীয় স্পিকার, আজ থেকে কেউ যেন জাতীয় সংসদে ‘জিহাদ’ শব্দ উচ্চারণ করতে না পারে, সেই ব্যবস্থা নিন।”