জাহিদ হাসান জঙ্গি চরিত্রে নয়, অভিভাবক চরিত্রে অভিনয় করছেন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৩ ২০১৯, ১২:১২

একুশে জার্নাল ডেস্ক: ব্যাপক সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ‘শনিবার বিকেল’ ছবির পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। আজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি বলেন, ‘তার সঙ্গে আরও বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, আমি ইসলামবিরোধী নই কিংবা প্রচারকও নই। আমি শুধুই একজন নির্মাতা। ছবি না দেখেই কাউকে ইসলামবিরোধী বলা কিংবা তার বিচার চাওয়া বিজ্ঞের কাজ হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম এই বিষয়ে কিছু বলবো না, যেমনটা চলছে চলুক। কিন্তু এখন মনে হচ্ছে দাবানলের চেয়েও বিভ্রান্তি দ্রুত ছড়ায়।’

গুলশানের হলি আর্টিজেনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা উপজীব্য করে তৈরি ‘শনিবার বিকেল’ ছবিতে অভিনেতা জাহিদ হাসানের মুখে দাঁড়ি ও অভিনেত্রী তিশার মাথায় হিজাব থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মানুষের এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে পরিচালক ফারুকী এই স্ট্যাটাস দেন। এছাড়াও অপর এক স্ট্যাটাসে তিনি বলেন, প্রতিক্রিয়া দেখানোর আগে জাহিদ ও তিশা ‘জঙ্গী’ চরিত্রে অভিনয় করেছে কী না তা নিশ্চিত হওয়া দরকার।

গত কয়েকদিন ধরে হলি আর্টিজান বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘শনিবার বিকেল’ এর চরিত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অনেকেই গল্প না জেনে জাহিদ হাসান এবং তিশার এই স্টিল ছবি দেখেই তারা নিশ্চিত হয়ে গেছেন, সিনেমাটা যেহেতু জঙ্গিবাদের, তাই জাহিদ হাসান এবং তিশা জঙ্গি রোলে অভিনয় করেছে। তাদের ক্ষোভ—হলি আর্টিজানে হামলা করল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অথচ জঙ্গি বানানো হলো দাড়িঅলা জাহিদ হাসান এবং হিজাবধারী তিশাকে।

আসল ব্যাপার কিন্তু তা নয়। সিনেমায় মূলত সেই রাতে হলি আর্টিজানের বাইরে অপেক্ষমান স্বজনদের গল্প বলা হয়েছে। জাহিদ হাসান একজন অভিভাবক এবং তিশা পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছেন বলে জানা গেছে।