জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সম্মাননা’ পেলেন সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২৫ ২০২০, ১৯:২২
এহসান বিন মুজাহির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ‘কনজারবেশন মিডিয়া এওয়ার্ড’ পেলেন বাংলা নিউজ ২৪. এর সিনিয়র ডিভিশনাল করেসপন্ডেন্ট সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন। ২৪ জানুয়ারি ২০২০, (শুক্রবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জহির রায়হান মিলনায়তনে পাখিমেলা-২০২০ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে বাংলানিউজে প্রকাশিত পরিবেশ বিষয়ের শতাধিক প্রতিবেদন/ফিচার পর্যালোচনা করে অনলাইন ক্যাটাগরিতে এ সম্মাননা পেলেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুদৃশ্য ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর বাংলাদেশ প্রধান রাকিবুল আমিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত পাখি গবেষক ইনাম আল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মনিরুল এইচ খান, প্রফেসর ড. সাজেদা বেগম এবং প্রফেসর ড. কামরুল হাসান।