জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপন এর ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি
একুশে জার্নাল
মার্চ ২৭ ২০২০, ১৮:৩৬

একুশে জার্নাল ডেস্ক: জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ গলমুকাপনের সকল ছাত্র ও শিক্ষকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে জামেয়ার ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। আল্লাহর অনুগ্রহে যদি বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আগামী ১১ এপ্রিল ২০২০ রোজ শনিবার মাদ্রাসা খোলা হবে ইনশাআল্লাহ এবং ১৪ এপ্রিল রোজ মঙ্গলবার থেকে ১৬ এপ্রিল রোজ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩ দিনে জামেয়ার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হইবে।
এতে যথা সময়ে সকল ছাত্র শিক্ষকদের উপস্থিতি অপরিহার্য।
যে কোন তথ্যের জন্য মাদরাসার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01735846578
ঘোষণাক্রমে
শায়খ মাও. আবদুশ শহীদ
মুহতামিম উক্ত জামেয়া
মাও. ওয়াহিদুল ইসলাম
নির্বাহী মুহতামিম উক্ত জামেয়া