জামেয়া গলমুকাপন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে-এর খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২০ ২০২০, ২১:৫৮

আজ ২০ এপ্রিল ২০২০ ইং রোজ সোমবার সকাল ৯ ঘঠিকার সময় জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ গলমুকাপন ওসমানীনগর- এর সহযোগী সংগঠন ‘জামেয়া গলমুকাপন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’-র পক্ষ থেকে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে স্থানীয় পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন, বড় হাজীপুর, কোনাপাড়া, জাকিরপুর, ইসলামপুর, ঈসাগ্রাই, মাইজগাঁও, পশ্চিমগাওঁ, এই সকল গ্রামে করোনাভাইরাস আতঙ্ক ও সরকারী সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনে থাকা অভাবগ্রস্ত, অসহায় ও দুস্থ্য ১৪৫টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।

প্রতিটি ফ্যামিলি ফুডপ্যাকে ছিল, ৫ কেজি চাল, ৩ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চানা, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি খেজুর।

জামেয়া গলমুকাপন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে দায়িত্বশীলদের দিকনির্দেশনা ও মাওলানা শামীম আলম সোহাগের তদারকিতে ফ্যামিলী ফুডপ্যাক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন— মাওলানা লুৎফুর রহমান জুনাইদ, মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ, আব্দুল হামিদ নাসার, লিটন মিয়া, মাওলানা বদরুল আলম, মাওলানা রশীদ আলী, মাওলানা হাসান আলী, মাওলানা মোজাম্মিল আহমদ, মাওলানা জালাল আহমদ,মুজাক্কির আহমদ নাজু, মাওলানা ইমরান আহমদ রুবেল, মাওলানা নাহীদ আহমদ, জুনেদ মিয়া, প্রমুখ।

আল্লাহ্ তায়ালা যেন জামেয়া গলমুকাপন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সকল দায়িত্বশীল ও সদস্য ভাইদের সকল প্রকার দান ও মেহনতকে ক্ববুল করেন এবং সবসময় দ্বীন ও উম্মাহর খেদমতে নিয়োজিত থাকার তাওফিক্ব দান করেন। পাশাপাশি ত্রাণবিতরণ কার্যে সহযোগি সকল ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ও স্বেচ্ছাসেবক ভাইদের মেহনতের উত্তম বিনিময় দিন। আমীন