জামেয়া নূরিয়া দারুস সুন্নাহ কাড়ইলগাঁও ছাতকের দারুস সুন্নাহ ছাত্র সংসদের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২৩ ২০২৫, ২২:৩৪

২৩ জানুয়ারি ‘২৫ (সোমবার) জামেয়া নূরিয়া দারুস সুন্নাহ কাড়ইলগাঁও ছাতকের দারুস সুন্নাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত জামেয়ার হলরুমে মুতাওয়াসসিতাহ ৪র্থ বর্ষের সমাপনী উপলক্ষে বিদায়ী সম্মাননা প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ছাত্র সংদের এজিএস জুনাইদ আহমদের সঞ্চালনায়, ছাত্র সংদের প্রধান উপদেষ্টা মাওলানা ইসহাক আহমদের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বপ্নঘুড়ি ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান মাওলানা কেএম আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কেএম আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি সুন্দর রাষ্ট্রগঠন করতে হলে নববী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ- জাতির সেবার জন্যে নিজেকে প্রস্তুত ও যোগ্য করে তুলতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নাই।
তিনি আরও বলেন, একজন মা-বাবা যদি তার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে, মাদরাসায় পড়াতে পারে, তাহলে মৃত্যুর পর কবরের পাশে পাবে, এটা নিশ্চিত করে বলা যায়। মাদরাসায় সহযোগিতার পাশাপাশি নিজের সন্তানদেরকেও মাদরাসায় পাঠানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব ছমরু মিয়া তালুকদার সাহেব,আলহাজ্ব মাওলানা জহির আহমদ সাহেব,জনাব জুবায়ের আহমদ সাহেব, কে এম সুলাইমান আহমদ তালুকদার সাহেব,জনাব ইসলাম আলী সাহেব,জনাব নুরুল ইসলাম সাহেব,জনাব আসমত আলী সাহেব,জনাব সুজন মিয়া সাহেব সহ জামেয়ার আসাতিজায়ে কেরাম ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনে কারিম থেকে তিলাওয়াত করেন জামেয়ার ছাত্র জুমন আহমদ। জামেয়ার সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর সাহেব।
সম্মানিত অতিথিবৃন্দ,আসাতিজায়ে কেরাম ও শিক্ষার্থীদের বক্তব্যপ্রদান শেষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওলানা ইসহাক আহমদ সাহেবের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি।