জামেয়া দারুল উলুম দেউল গ্ৰাম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকে’র নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
একুশে জার্নাল
জুলাই ২৮ ২০১৯, ১৮:০৪
গত বৃহস্পতিবার সকাল দশটায় পূর্ব লন্ডনের শাহজালাল মসজিদে কাউন্সিল অব মস্কোর চেয়ারম্যান, জামেয়া দারুল উলুম দেউল গ্ৰাম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের সভাপতি হাফেজ মাওলানা শামসুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রাহমানের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা রশীদ আহমদ। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গূহীত হয়। তন্মধ্যে আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ,ও তানযীমুল মাদারিস বোর্ডের বিভিন্ন জামাতে বেশ ,কটি মেধা তালিকায় স্থান অর্জন করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয় এবং সাথে সাথে মাদ্রাসার কর্তৃপক্ষদের প্রতি কূতক্ততা-ও মোবারক বাদ জানানো হয় । আগামীতে যাহাতে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন থাকে এ ব্যাপারে আরো মনোযোগী হয়ে লেখা পড়া পরিচালনা করার জন্য আছাতেজায়ে কেরামের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের পক্ষ থেকে কুরবানী কালেকশন করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও আপনার কোরবানি জামেয়া দারুল উলুম দেউল গ্ৰাম মাদ্রাসায় দান করে গরীব মেধাবী ছাত্রদের কে ইলমুল ওহীর জ্ঞান অর্জনে বিত্তশালী দ্বীন দরদী ও সকল মাদ্রাসা প্রেমিক সবাই কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আহাদ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মামুন আহমদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ, হাফিজ মাওলানা রশীদ আহমদও হাফিজ নূরুল ইসলাম।