জামিয়া তা’লীমুল কুরআন সিলেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
মার্চ ১৪ ২০২০, ১৬:৫২
পরকালীন মুক্তির জন্যই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা চাই
মুহাম্মদ মুনতাসির আলীআন্তর্জাতিক কুফরী চক্রের এজেন্টরা আমাদের ঈমান ও আজাদী হরণ করার জন্য বহু ষড়যন্ত্র করে যাচ্ছে। শিক্ষার নামে অশিক্ষার মাধ্যমে আমাদের তাহযিব-তামাদ্দুনকে ধ্বংশ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরেণ্য বুযুর্গ শায়খুল কুররা হযরত মাওলানা আলী আকবর সিদ্দীক রাহ. প্রতিষ্ঠিত জামিয়া তা’লীমুল কুরআন সিলেট একটি ঈমান রক্ষার দুর্গ। এটি আহলে সুফ্ফার উত্তরসূরী, হেরার পথের যাত্রী। আদর্শ মানুষ গড়ার কারখানা। তাই প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে সুপরামর্শ ও সাধ্যানুযায়ী সহযোগিতা করে জামিয়ার সকল পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সম্মিলিত ভূমিকা রাখা উচিত। পরকালীন মুক্তির জন্যই মূলত দ্বীনি প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পৃক্ত থাকা প্রয়োজন। আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ পরিচালিত, ইসলাম ও ন্যাশনাল কারিকুলাম সমন্বিত সিলেট নগরীর ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া তা’লীমুল কুরআনের জেনারেল কমিটির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, শাহপরান উপশহর সিলেট-আর্ক হোমস প্রা. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ মুনতাসির আলী উপরোক্ত কথাগুলো বলেন।
.
কমিটির সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী, জামিয়ার প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল হক নোমানীর পরিচালনায় গতকাল ১৩ মার্চ জামিয়ার ক্যাম্পাসে অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আজম খান, দক্ষিণ সুরমা লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জনাব আমীরুল আলম খান দুলাল, সিলেট সিটি কর্পোরেশনের সিনিয়র কর্মকর্তা জনাব এডভোকেট রমিজ উদ্দীন, বিশিষ্ট আলেমে দ্বীন প্রীজম প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা নেহাল আহমদ, সিলকো হোমস প্রা. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান, হলি আরবান প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দক্ষিণ সুরমার পরিচিত মুখ বিশিষ্ট সমাজেসেবী মাওলানা দিলওয়ার হোসাইন, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী জনাব বদরুজ্জামান বদরুল, ঝেরঝেরীপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, শষ্যউড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল হাদী চৌধুরী, জামিয়ার বাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুহাম্মদ আলী, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি জনাব বাবর আহমদ, ষাটঘর জামে মসজিদের মুতাওয়াল্লী জনাব তাহির মিয়া, গোটাটিকর পূর্বপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী জনাব আব্দুল মতিন, পাঠানপাড়া এলাকার বিাশষ্ট মুরব্বী জনাব আব্দুল মালিক, গোটাটিকর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রোটারিয়ান জনাব মন্জুর আহমদ চৌধুরী, ষাটঘর প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার জনাব শুভরাজ হাসান, বন্দরঘাট সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারী জনাব তারেক আহমদ প্রমুখ।
.
সভায় বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট, পরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন, শিক্ষাভবন নির্মাণসহ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়। জামিয়াকে সিলেটের একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কমিটির সকল সদস্যবৃন্দ ঐক্যবদ্ধ হন। প্রধান অতিথি জনাব মুহাম্মদ মুনতাসির আলীকে কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদানের পর দেশের সার্বিক পরিস্থিতি ও বিশ্বব্যাপী করোনা ভাইরাস নামক মহামারী হতে রক্ষা পেতে জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা শায়খ জুবায়ের আহমদ আনোয়ারীর বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।