জামিয়া তা’লীমিয়া ঢাকার তাফসীর মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০২ ২০১৯, ০৪:৪৭

সারাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক (কুয়াকাটা) পরিচালিত দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তা’লীমিয়া ঢাকা’র তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) বাদ জুমা’আ হতে শুরু হয় এই মাহফিল।
মাহফিলের সভাপতিত্ব করেন মালিবাগ মাদরাসার মহাপরিচালক শাইখুল হাদিস মাওলনা আশরাফ আলী।
প্রধান মেহমান হিসেবে ছিলেন দারুল উলুম দেওবন্দের মোহাদ্দিস মাওলানা সালমান বিজনূরী।
এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মাওলানা মিজানুর রহমান সাঈদ, মুফতী দিলওয়ার হুসাইন, মাওলানা আশেকে এলাহী, কেফায়েতুল্লাহ শফীক, মাওলানা নজির আহমদ ও মাওলানা ইসমাইল খান প্রমুখ।