জামিন নিতে গিয়ে কোর্টের ভেতর হামলায় রক্তাত্ব মাহমুদুর রহমান
একুশে জার্নাল
জুলাই ২২ ২০১৮, ১০:৫৮
একুশে জার্নাল ডেস্কঃ আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান আজ কুষ্টিয়ার একটি আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন নিতে গেলে আদালত তাঁকে জামিন প্রদান করেন। কিন্তু স্থানীয় ছাত্রলী তাঁকে কোর্টচত্বর এলাকায় ঘিরে রেখে এবং তাকে আক্রমন করে। হামলায় আহত মাহমুদুর রহমানের রক্তাত্ব একটি ছবি তাৎক্ষণিকভাবে ফেসবুকে প্রকাশ হয়।
মাহমুদুর রহমান একটি ক্ষুদে বার্তায় তার মোবাইল থেকে জানান- ‘ আমরা এখন আওয়ামী ছাত্রলীগ দ্বারা বেস্টিত আছি। পুলিশ কোন সহযোগিতা করছে না। আমাদের এখন কোর্টের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। প্লিজ কেউ হিউম্যান রাইটস বন্ধুদের জানান।’
উনার পাঠানো মেসেজটি হুবহু কপি-পেস্ট রা হলো-“We are surrounded by Awami student thugs. Police is not taking any action. We have taken refuge inside the chamber of the magistrate. Please inform the embassies and human rights friends.”
জানা যায়, একটি মামলার জামিন নিতে গিয়ে তিনি আজ কোর্টে গিয়েছিলেন। কোর্ট তাকে জামিন দিয়েছে। কোর্ট থেকে বের হবার সময়ই এই হামলার স্বিকার হন তিনি।