জামিনে মুক্তি পেলেন হেফাজত নেতা মুফতি আবদুর রহিম কাসেমী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১১ ২০২২, ২৩:০১

হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম কাসেমী জামিনে মুক্তি পেয়েছেন।

আজ (১১ মার্চ) শুক্রবার রাত ৮ টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা আবরারুল হক জাবের।

এর আগে ২০২১ সালের ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তাণ্ডবের ঘটনায় তথ্য-প্রমাণের ভিত্তিতে ৪ মে ( মঙ্গলবার) বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।