জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা এহসানুল হক
একুশে জার্নাল ডটকম
জুলাই ০২ ২০২২, ২১:৪৮
জামিনে মুক্তি পেলেন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর দৌহিত্র ও বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা এহসানুল হক।
আজ শনিবার (২ জুলাই) কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি প্রদান করা হয়।
গণমাধ্যমকে তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জামেয়া রাহমানিয়া আজিজিয়া’র সিনিয়র শিক্ষক মুফতী সাঈদ আহমদ।
এর আগে, গত বছর ১ আগস্ট সন্ধ্যায় আজিমপুরের নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় মাওলানা এহসানুল হককে।