জামিঅা দিনারপুরে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত
একুশে জার্নাল
নভেম্বর ২১ ২০১৮, ১৬:৩৭
জাহাঙ্গীর রায়হান: আজ ২১ নভেম্বর,(বুধবার) জামিঅা ইসলামিয়া অারাবিয়া দিনারপুর ( বালিধারা মাদরাসা) নবীগঞ্জ হবিগঞ্জ এর উদ্যোগে, অনুষ্ঠিত হয় ফ্রি খতনা ক্যাম্প-২০১৮ইং।
কাওমী মাদরাসা, অালিয়া মাদরাসা ও প্রাইমারী স্কুল সহ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক ছাত্রের ফ্রি খতনা ক্যাম্পের ১ম পর্ব অাজ মঙ্গলবার জামিঅা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার নুরুল আলম।
খতনা পুর্ব অনুষ্ঠানে অধ্যাপক নুরুল অালম বলেন, সমাজের সেবায় কাওমী মাদরাসাগুলো যে সদা তৎপর অাজকের খতনা অনুষ্ঠান তার উজ্জল উদাহরন। এ মহতি অায়োজনে শরীক হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
মাওলানা শাহ অাব্দুস সালাম ও মুফতি মাহফুয তাহমিদের যৌথ পরিচালনা ও জামিঅা দিনারপুরের মুহতামিম হাফেজ মাওলানা শায়খ অাসজাদ অাহমাদের সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, ১০ নং দেবপাড়া ইউ/পি চেয়ারম্যান এডভোকেট জাবেদ অালী, জনাব ইলিয়াছ মিয়া,
জামিয়ার নাজিমে তালীমাত মাওলানা শেখ তামিম অাহমদ,অালহাজ্ব কাজী তাজুল ইসলাম শাহেদ, ডাক্তার কাপ্তান মিয়া, জয়নাল অাবেদীন খান,মাওলানা সাইফুর খান,অাব্দুল মুকীত অাযাদ প্রমুখ।