জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮
একুশে জার্নাল
মার্চ ২৪ ২০১৮, ২১:০২
বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আগামী ২৩ মার্চ শনিবার সকাল ৮ টায় রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম অডিশন শুরু হবে।
পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় চলবে বাছাই প্রক্রিয়া। ইলেক্ট্রনিক্স মিডিয়ায় সম্প্রচারের লক্ষ্যে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের ভিডিও দৃশ্য ধারণ করা হবে।
১০ পারা হেফজ বিভাগে অনুর্ধ্ব ১৫ বছর বয়সী হাফেজদের দিয়ে শুরু হবে এ আয়োজন। এ আয়োজনের ধারণকৃত দৃশ্য আগামী প্রথম রমজান থেকে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে সম্প্রচার করা হবে।
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রতিযোগিতায় প্রথম ৩ বিজয়ী পবিত্র ওমরা পালনের সুযোগের পাশাপাশি পাবে নগদ অর্থ পুরস্কার। এছাড়াও পরবর্তী ৭ জনের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।
নূর হজ্ব ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও সালামাত হজ্ব ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা অনুষ্ঠিত হবে এ কুরআন প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশগ্রহণে সার্বিক যোগাযোগ করুন এই নম্বরে : ০১৭১১-৩৩৮৭৫৯, ০১৭০৭৬৯১১৬১, ০১৯১১৯৯৭৭১৫ ও ০১৭২৬ ৭৬২২৭৬। অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে খিদমাতুল কুরআন ওয়াস্সুন্নাহ ফাউন্ডেশন।