জাতীয় শোক দিবসে শেখ কামাল স্মৃতি সংসদ ও আবাহনী ক্লাবের নানা কর্মসূচি পালন

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৫ ২০২০, ১৮:১২

নিজস্ব প্রতিনিধি: 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ কামাল স্মৃতি সংসদ ও চট্টগ্রাম আবাহনী ক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আজ সকালে নগরীর হালিশহর আবাহনী ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন ।

এতে দোয়া মাহফিল ও আলোচনা সভায় শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি সেলিম আসলাম সোহেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আবাহনী সমর্থক গোষ্ঠীর চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোঃ সুফিউর রহমান টিপু,
শেখ কামাল স্মৃতি সংসদের অফিস সেক্রেটারি শেখ মহিউদ্দিন শাহজাহান,রাসেদ খান মেনন সাইদুল আলম বুলবুল,মহানগর যুবলীগ নেতা সালেহ আহমদ দীঘল, আবু নাছের সাজ্জাদ, শাহজাদা মইনউদ্দিন সানজেরী, সালাহ উদ্দীন মাসুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।

পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল বীর শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।