“জাতীয় লেখক পরিষদ আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে”

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১০ ২০১৯, ২০:২৩

জাতীয় লেখক পরিষদ আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে  -লক্ষ্মীপুরেজাতীয় লেখক পরিষদের প্রস্তুতিমূলক সভায় বক্তারা

আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় লেখক পরিষদ এর লক্ষ্মীপুর জেলা শাখার প্রস্তুতিমূলক সভা তোরাবগঞ্জ হিফজুল কোরআন মাদরাসা মিলনায়তনে কবি ও লেখক ইসমাইল রফিকের পরিচালনায় বিশিষ্ট রাজনীতিবিদ, লেখক, গবেষক ও সমাজসেবক মাওলানা আব্দুল্লাহ আল ইসরাফিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কবি জিসান মেহবুব ছাড়াও প্রবীণ ও তরুণ লেখকবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জাতীয় লেখক পরিষদ আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। যার ফলে তারা লেখকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা এ পরিষদ নিয়ে আশাবাদী।
লক্ষ্মীপুরের প্রবীণ ও তরুণ লেখকরা জাতীয় লেখক পরিষদ এর সাথে আছে এবং থাকবে।
সভা শেষে ১৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন কারী মোজাম্মেল হক, মুফতি আব্বাস, মুফতি আবু তাহের, মুফতি জহিরুল ইসলাম ও মাওলানা আলাউদ্দীন। আহবায়ক- ইসমাইল রফিক, যুগ্ম আহবায়ক- ইরফান আল মামুন, নকীব মোহাম্মদ রিদওয়ান, সদস্য সচিব- মাবরুর আহমাদ নাকীব, সদস্য- সাইফ জুয়েল, মাহমুদুল্লাহ মুহিব, মেহেদী হাসান মামুন, আমজাদ হোসাইন, মাওলানা মোহাম্মদুল্লাহ ও মাওলানা ওমর ফারুক প্রমুখ।