জাতীয় মসজিদের নতুন খতিব মুফতি রুহুল আমীন’এর পরিচয়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০১ ২০২২, ০৫:৫৬

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আলেম মুফতি রুহুল আমীন। ইতোমধ্যে তাঁর কাছে নিয়োগপত্র পৌঁছেছে। আগামীকাল শুক্রবার তিনি জুমা পড়াবেন।

মুফতি রুহুল আমীন ১৯৬২ সালের ১২ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছদর সাহেব খ্যাত বিখ্যাত আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরী। তিনি ঐতিহ্যবাহী গওরহাডাঙ্গা মাদরাসায় প্রাথমিক শিক্ষাসহ হিফজ শেষ করেন। এরপর দাওরায়ে হাদিস ও ইফতাসহ উচ্চতর ডিগ্রি লাভ করেন।

মুফতি রুহল আমীন ২০০৩ সাল থেকে গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম (প্রিন্সিপাল) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়ার গুরুত্বপূর্ণ সদস্য। তিনি তার বাবার প্রতিষ্ঠিত অরাজনৈতিক সমাজ গঠনমূলক সংগঠন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্ন্যান্সের গভর্নরের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সাবেক মহাসচিব, জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর, ঢালকা নগর মাদরাসা, গেন্ডারিয়া, ঢাকার সাবেক মুহতামিম, গেন্ডারিয়া জামে মসজিদ, ঢাকা ও তাঁরা মসজিদ, আরমানিটোলা, ঢাকার খতিবের দায়িত্ব পালন করেছেন।

তিনি দেশের বিভিন্ন বেসরকারি শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দেশের বিভিন্ন মাদরাসা, মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি, প্রধান মুরব্বি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও তিনি ফতোয়া বৈধতার রায়ে দেশের শীর্ষ আলেম হিসেবে অ্যামিকাস কিউরি হিসেবে আদালতকে সহযোগিতা করেন।

কওমি অঙ্গনে উচ্ছ্বাস

এদিকে মুফতি রুহুল আমীন জাতীয় মসজিদের খতিব হওয়ায় কওমি অঙ্গনে উচ্ছ্বাস দেখা গেছে। অন্য কোনো বলয় থেকে নিয়োগ না দিয়ে কওমি বলয় থেকে পরবর্তী খতিব নির্বাচন করায় তারা সরকারকে সাধুবাদ জানান। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুশি প্রকাশ করেন। নতুন খতিবকে অভিনন্দনও জানান।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানসহ শীর্ষ আলেমরাও নতুন খতিবকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে মুফতি রুহুল আমীনকে খতিব করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন গওহরডাঙ্গা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রউফ, সিনিয়র মুহাদ্দিস, মাওলানা ফরিদ আহমাদ, মুফতি উসামা আমিন, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওরহডাঙ্গা বাংলাদেশের উপদেষ্টা বর্ষীয়ান আলেম মাওলানা আকরাম আলী, নায়েবে সদর মাওলানা কবীরুল ইসলাম, খাদেমুল ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের কাসেমী, সেক্রেটারি জেনারেল মাওলানা ঝিনাত আলী, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের মাওলানা মোস্তফা কাসেম, মাওলানা আতাউর রহমান, কওমি মঞ্চের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ তাসনীম প্রমুখ।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন ইন্তেকাল করেন। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন।