জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ও সুসংহত: বললেন নতুন মহাসচিব বাবলু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৮ ২০২০, ১৯:২৩

জাতীয় পার্টির মহাসচিব হিসেবে প্রথমবার বনানী কার্যালয়ে গেলেন জিয়াউদ্দিন বাবলু। সেখানে দলের অঙ্গ ও সহযোগী প্রায় সব সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হলেও উপস্থিত ছিলেন না কোন সিনিয়র নেতাই। এমনকি কার্যালয়ে থাকা সত্ত্বেও দলের চেয়্যারম্যান জিএম কাদের যোগ দেননি অনুষ্ঠানে।

মহাসচিব হওয়ার পর মঙ্গলবার (২৮ জুলাই) প্রথম বনানী কার্যালয়ে আসেন জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। অংশ নেন দুটি অনুষ্ঠানে।

রওশনপন্থী প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আনিসুল ইসলাম মাহমুদের উপস্থিতি চমক জাগিয়েছে এদিন। হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর আগে-পরে কয়েক বছর যাকে দেখা যায়নি দলের বনানী কার্যালয়ে।

চেয়ারম্যান জিএম কাদের এবং প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিলেও নতুন মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে যাননি। তেমন কোন শীর্ষ নেতাকেই নতুন মহাসচিবের পাশে দেখা যায়নি।

তারপরও মহাসচিবের দাবী, তাদের দল জাতীয় পার্টি ঐক্যবদ্ধ এবং সুসংহত আছেন।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন বাবলু বলেন, জাতীয় পার্টি এখনো ঐক্যবদ্ধ ও সংহত। আগের চেয়ে এখন শক্তিশালী।

বারবার কেন দলের মহাসচিবের পদে রদবদল হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন বাবলু জানান, গঠনতন্ত্র অনুযায়ী দল চালাতেই চেয়ারম্যানকে এই একক ক্ষমতা দেয়া হয়েছে।

বাবলু আরও বলেন, সংসদ এবং সংসদের বাইরে ইতিবাচক রাজনীতির মাধ্যমে তারা বর্তমান সরকারের ছায়া সরকার হিসেবে কাজ করে যাচ্ছেন।