জাতীয় পার্টির নির্বাচনী পোস্টারে শেখ হাসিনার ছবি!
একুশে জার্নাল
ডিসেম্বর ১৫ ২০১৮, ০৪:৪৪
নির্বাচনি আচরণ বিধি অনুযায়ী এটি আচরণ বিধির স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব।
কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ নির্বাচনি আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের নির্বাচনি পোস্টারে আচরণ বিধি লঙ্ঘন করে নিজ দলের দলীয় প্রধান ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং মহাসচিব মশিউর রহমান রাঙ্গার ছবি ছাপানো হয়েছে।
নির্বাচনি আচরণ বিধি অনুযায়ী এটি আচরণ বিধির স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব।
কুড়িগ্রাম-২ আসনের (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) বিভিন্ন স্থানে টাঙানো জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদের নির্বাচনি পাস্টারে দেখা গেছে—তিনি তার দলীয় প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ছবির পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাপিয়েছেন।
মহাজোটের প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগ মনোনিত কোনো প্রার্থী নেই। ফলে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রার্থীর পোস্টারে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ছবি ছাপানো হয়েছিল বলে জাতীয় পার্টির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে কুড়িগ্রাম-২ আসনে লাঙল প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদের মোবাইল ফোনে কল দিলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম জানান, ‘কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মূলত মহাজোটের প্রার্থী। তবে তার পোস্টারে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি ছাপানো উচিত হয়নি, এটা হয়তো ভুলবশত ছাপানো হয়েছিল। আমি যতদূর জানি ওই ছবি ছাপানো পোস্টাগুলো বাতিল করা হয়েছে।’
এ বিষয়ে জানতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বিষয়টি আমার নজরে আসেনি। এমনটা হয়ে থাকলে তা অবশ্যই আচরণ বিধির লঙ্ঘন। বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে কুড়িগ্রাম-৩ নির্বাচনি আসনে ( উলিপুর উপজেলা) জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) ডা. আককাছ আলী সরকার তার নির্বাচনি পোস্টারে নিজ দলীয় প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদের ছবি ছাড়াও দলীয় কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গার ছবি ছাপিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ওই আসনে নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থী ও ভোটারদের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছে।
ওই আসনে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগ থেকে মনোনিত প্রার্থী এমএ মতিন জানান, ‘এটা আচরণ বিধির স্পষ্ট লঙ্ঘন। কোনো প্রার্থী তার নিজের পাশাপাশি তার বর্তমান দলীয় প্রধান ছাড়া আর কারো ছবি পোস্টার কিংবা ব্যানারে ব্যবহার করতে পারবেন না। অথচ এ আসনে জাতীয় পার্টির প্রার্থী তার দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও মহাসচিবের ছবি ছাপিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানাবো।’
নির্বাচনি পোস্টারে নিজের ও দলীয় প্রধানের ছবি ছাড়াও অতিরিক্ত ছবি ছাপানোর বিষয়ে জানতে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ও বর্তমান এমপি ডা. আককাছ আলী সরকারকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে জাতীয় পার্টির উলিপুর উপজেলা শাখার সভাপতি আতিয়ার মুন্সি জানান, ‘এটা ভুল হয়ে গেছে। এই পোস্টারগুলো যেন আর লাগানো না হয় আমি সে ব্যাপারে এখনি ব্যবস্থা নিচ্ছি।’
এ বিষয়ে কুড়িগ্রাম-৩ আসনের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উলিপুরের ইউএনও মো. আব্দুল কাদের জানান, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিষয়টি নিয়ে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,‘ বিষয়টি আমি অবগত নই,আপনার মাধ্যমে জানতে পারলাম। তদন্ত পূর্বক এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’