জাতীয় নির্বাচনের আদলে ‘মসজিদ কমিটি’ নির্বাচন
একুশে জার্নাল
এপ্রিল ০৭ ২০১৮, ১২:২১
সাদিকুর রহমান মুল্লা সিলেট এ.জা.:
বাংলাদেশে এই প্রথম একটি মসজিদ কমিটি নির্বাচন হচ্ছে বাংলাদশের জাতীয় নির্বাচনের আদলে।
সিলেট উপশহর ডি ব্লক,জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্টিত হয়েছে আজ।
এই মসজিদ কমিটি নির্বাচন উপলক্ষে চলছিলো মাসখানেক তুমুল প্রচারণা,এখন চলছে ভোটাভোটি,চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত,এখানে ছিলো ভোটার লিস্ট,ভোটার আইডি,ব্যালট,ব্যালট বক্স,পুলিশের কড়া নিরাপত্তা,প্রিজাইডিং অফিসার,ভোটার মাঠে প্রবেশের সাথে সাথে উভয় পক্ষের প্রার্থীরা নিজের প্রতীক দিখিয়ে কায়মনোবাক্যে ভোট চান।
মসজিদ কমিটি নির্বাচনে বাংলাদেশে হয়তো এটাই প্রথম।