জাতীয় ও স্থানীয় স্বার্থে জনগণের সরকারের বিকল্প নেই —এ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৯ ২০১৮, ১০:১৫

জাতীয় ও স্থানীয় স্বার্থে জনগণের সরকারের বিকল্প নেই
—এ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদ

স্টাফ রিপোর্টার: সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেটের সহ-সভাপতি ও সিলেট বিভাগ সাংবাদিক ইউনিয়নের সভাপতি জননেতা এ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদ বলেছেন, জনগণকে বাদ দিয়ে পুলিশ-প্রশাসন নির্ভর সরকার পরিচালনা, বিরোধী কন্ঠ রোধ, জুলুম নির্যাতন, গণতান্ত্রিক অধিকার খর্ব করা, মিথ্যা বলা এগুলো স্বৈরশাসনের বৈশিষ্ট। শেখ হাসিনা সরকার হরদম এগুলোই করে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় ও স্থানীয় স্বার্থে জনগণের সরকার প্রতিষ্টার বিকল্প নেই। তাই, আসুন! সবাই মিলে এ চেষ্টাই করি। দেশনেত্রীকে মুক্ত করে সুষ্ট নির্বাচনের পরিবেশ তৈরীর জন্য বিএনপির চলমান আন্দোলনে শরীক হওয়ার জন্য স্থানীয় জনগণের প্রতি উদাত্ত আহবান জানিয়ে মাওলানা রশীদ আহমদ বলেন, বিএনপি আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছে। ভবিষ্যতেও ক্ষমতায় আসলে আপনাদের সমস্যাগুলো চিহিৃত করে সমাধানের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের রাস্তা ঘাটের বেহাল দশার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি সভ্য সমাজে এই দূরাবস্থা গ্রহণযোগ্য নয়। তিনি শুক্রবার রাত ৭টার সময় গোলাপগঞ্জ উপজেলার ১ নং বাঘা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন কতৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদের সভাপতিত্বে ও ইউপি স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক মাহমুদ হুসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, উপজেলা বিএনপি নেতা রেহান উদ্দিন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান আতা, বাঘা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান খান, জেলা বিএনপি নেতা আহাদুর রহমান কামরুল, বাঘা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি খিজির হুসেন এনু, জেলা ওলামা দলের সহ সভাপতি শফি আহমদ খান, ৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ময়না মিয়া , সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুর রহমান স্বপন, বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস আর সাবেল, উপজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হুসেন আহমদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক বেলাল আহমদ, উপজেলা যুবদল নেতা শাহীন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান , তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সদস্য জামাল আহমদ, ২ নয় ওয়ার্ড বিএনপি নেতা দুলাল আহমদ, বাবুল মিয়া, ফুলবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কামিল আহমদ, তুফায়েল আহমদ, জেলা যুবদল নেতা উজ্জল আহমদ অভি, উপজেলা ছাত্রদল নেতা হিরা এম চৌধুরী, সুফিয়ান আহমদ, জামিল আহমদ, রায়হান আহমদ, কামরুল ইসলাম, সেবুল আহমদ, আলাল আহমদ, শ্রমিক দল নেতা এনাম উদ্দিন, সাইদ আহমদ, রুনু আহমদ, মাসুদ আহমদ, শিমুল আহমদ, সেবুল আহমদ, আছলাম আহমদ, সাদ্দাম হুসেন, আবুল হাসনাত, প্রমুখ।