জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটি গঠন সম্পন্ন
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৮ ২০১৯, ১৪:০৫
হোসাইন কুতুবী: ৬সেপ্টেম্বর ‘শুক্রবার, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ গঠন উপলক্ষে রাংগামাটি আদালত ভবন চত্বরে ইমাম খতীব ও ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়বে আমীর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ চট্টগ্রাম মহানগর নির্বাহী সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মাদ মনসুরুল হক জিহাদী। সম্মেলন শেষে প্রধান অতিথি মাওলানা আবুল হাশেম কে জেলা সভাপতি ও মাওলানা গাজি শহীদুল্লাহ এবং হাফেজ আবুল হোসেন কে সহ সভাপতি এবং মাওলানা মামুর রশিদ সাহেব কে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করেন এবং আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় ইমাম কাম অডিটর মাওলানা হাবিবুর রহমান আতিকী,ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সেক্রেটারী নুর হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি ওমর ফারুক,সাধারণ সম্পাদক ইমাম হোসেন সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।