জাতীয় ঐক্যের জন্য পারসোনাল ঐক্য জরুরী, গোয়াইনঘাটে শামসুদ্দিন ইলিয়াস
একুশে জার্নাল
এপ্রিল ১৯ ২০২২, ১৯:৫৫

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ খেলাফত মজলিস, সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস বলেছেন, “জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে তৃণমূল থেকে উপরের দিকে চাপ দিতে হবে এবং ঐক্যের দাবী জোরালো করার জন্য সকল পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে পারসোনাল ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, খেলাফত মজলিস সে লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে। “
খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে বন্ধুপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) গোয়াইনঘাট বাজারের মিতালী হোটেল এন্ড রেস্টুরেন্টে শাখা সভাপতি কাজী মাওঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ আখলাকুল আম্বিয়ার সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে বন্ধুপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, বাংলাদেশ খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকারিয়া মাসুক ও ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন প্রমুখ।
এ সময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি মাওঃ ওবায়দুল্লাহ জহির, সহ-সাধারণ সম্পাদক মাওঃ দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী প্রমুখ।