জাতীয় আন্তর্জাতিক ইসলামী কনফারেন্সে যোগ দিতে আমেরিকায় পৌছেছেন আল্লামা মাসঊদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৩ ২০১৮, ০৭:৩৯

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ইসলামী কনফারেন্সে যোগ দিতে আমেরিকায় গেছেন।

রোববার রাত আটটায় একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। এ সময় বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জমিয়ত চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক মুফতি ও ব্যারিস্টার জুনুদ উদ্দীন মাকতূম।

আমেরিকায় জমিয়ত চেয়ারম্যান ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার ৯ টায় আমেরিকার মিনেস্ট্রেরিয়াল টু এডভান্স রিলিজিয়াস ফ্রিডম শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ২৫ জুলাই ২০১৮ বুধবারও আরও একটি কনফারেন্সে অংশগ্রহণ করবেন তিনি।

জমিয়ত সূত্র জানিয়েছে, আগস্টের শুরুতেই আল্লামা মাসঊদ বাংলাদেশে ফিরে আসবেন।