জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে নোবিপ্রবি নীল দলের শোক
একুশে জার্নাল
মে ১৫ ২০২০, ১৯:৪৬

মোঃ আজগর হোসাইন, নোবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শিক্ষা দর্শনে লালিত শিক্ষক সংগঠন নীল দল নোবিপ্রবির পক্ষ থেকে, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, নীল দলের সভাপতি ড.ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিবৃতি দেয়া হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বনামধন্য লেখক-চিন্তক-গবেষক,ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অংশগ্রহণকারী ও দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামান স্যারের মৃত্যুতে নীলদল নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে একজন অভিভাবককে যিনি যে কেন জাতীয় সংকটে সামনে থেকে পথ দেখিয়েছেন। আমরা তাঁর অবদান গভীরভাবে স্বীকার করছি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা নীল দল, নোবিপ্রবি পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বিকাল ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুর পরবর্তী কোভিড-১৯ পরীক্ষা করা হলে, তাঁর রিপোর্ট পজিটিভ আসে।