জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ এর সিলেট জেলা ও মহানগরের কমিটি ঘোষণা
একুশে জার্নাল ডটকম
জুলাই ৩১ ২০১৯, ২০:৫৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ সিলেট জেলা ও মহানগর কমিটি ঘোষনা করা হয়েছে, আজ বুধবার দুপুর ৩ঘটিকায় ফাহিম আহমেদ কে সভাপতি, জামাল আহমেদ কে সাধারন সম্পাদক এবং জয়নাল আবেদীন রাহেল’কে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ সিলেট জেলার আংশিক কমিটি ও হাফিজুর রশীদকে আহবায়ক ও আশিকুর রহমান তারেককে সদস্য সচিব করে ৬ মাসের জন্য আহবায়ক কমিটি দেওয়া হয়েছে।
আরো যারা প্রজন্ম ৭১ সিলেট জেলা শাখার কমিটি স্থান পেয়েছেন তারা হলেন,
সহ-সভাপতি -এডভোকেট মহিদুল হক।
সহ-সভাপতি -মাহতাব আহমেদ।
সহ-সভাপতি – ইসমাইল আলী।
সহ-সাধারন সম্পাদক – মোজাহিদুল ইসলাম অপু।
সহ-সাধারন সম্পাদক – আয়াত আলী প্রিন্স।
আগামী ১বছরের জন্য সিলেট জেলা প্রজন্ম -৭১ আংশিক কমিটি অনুমদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউল হক জিয়া।
মহানগরের আহবায়ক কমিটিতে আরোও যারা স্থান পেয়েছেন তারা হলেন,
যুগ্ম আহবায়ক-এ্যাড তোফায়েল আহমেদ,
যুগ্ম আহবায়ক-জামাল আহমেদ জুম্মান,
যুগ্ম আহবায়ক- মোঃ আবদুল্লাহ,
যুগ্ম আহবায়ক-তাহমিদুল হক,
যুগ্ম আহবায়ক-এম সোয়াব আহমেদ,
যুগ্ম আহবায়ক-রুপিয়ান আহমেদ সবুজ,
যুগ্ম আহবায়ক – ইমরান আলী,
যুগ্ম আহবায়ক- অঞ্জন দাস অঞ্জন, প্রজন্ম -৭১ সিলেট জেলার আংশিক ও মহানগরের আহবায়ক কমিটির হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রজন্ম-৭১ সিলেট জেলার সভাপতি ফাহিম আহমদ এবং সাধারন সম্পাদক জামাল আহমেদ।



