জরুরি বৈঠকে ঐক্যফ্রন্টের নেতারা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১৪:১০

দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। মঙ্গলবার দুপুর ১২টার কিছু আগে মতিঝিলে ঐক্যফ্রন্ট আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেন নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরামের সুব্রত চৌধুরী, আইনজীবী মহসীন রশীদ, মোস্তাক আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহিদুল্লাহ কায়সার, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমেদ বাদল বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে তা জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।