জমি সংক্রান্ত বিরোধের হামলায় ইবি শিক্ষার্থীর পিতা গুরুতর আহত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৮ ২০২০, ২২:০৯

শাহরিয়ার কবির রিমন, ইবি প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংগঠিত হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) এক শিক্ষার্থীর পিতা গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ওই শিক্ষার্থীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তার পিতা বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে ওই শিক্ষার্থী নিশ্চিত করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত আল আমিন অনিক নামের ওই শিক্ষার্থীর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রুইয়া থানার কুয়াপাড়া গ্রামে।তার পিতার নাম নুরুল ইসলাম।তাদের বাড়ির পাশ্ববর্তী জায়গায় একটি জমি নিয়ে অন্য দুটি পক্ষের মধ্যে বিরোধ ছিলো। আজ দুপুরের জমির মূল মালিক পক্ষ তাদের জমিতে আসলে নুরুল ইসলামও সেখানে যায়। পরে জোর পূর্বক যারা দখলকারীরা একদল সন্ত্রাসী ভাড়া করা নিয়ে আসে এর মধ্যে একই গ্রামের বেলাল নামের একজন তার উপর উদ্দেশ্য প্রণদিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। নুরুল ইসলাম মাথায় আঘাত পেয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত নুরুল ইসলাম জ্ঞান ফিরে জানান,” আমাদের সাথে ওই জমি নিয়ে কোনো সমস্যা ছিলোনা। যারা মূল মালিক তাদের সাথে দেখে জোরপূর্বক দখলকারী বেলাল বিশ বছর পূর্বের একটি ঘটনার জেরে আমার উপর এবং আমার বাড়ির উপর আক্রমণ করে।”