জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২১ ২০১৯, ১৯:৪৭

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ৬নং আশীদ্রোন ইউনিয়ন রামনগর গ্রামে জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন আশীদ্রোন ইউনিয়নের রামনগর গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে মো. মঈনুল ইসলাম।

কালা মিয়া ওই সংবাদ সম্মেলনে মো: মঈনুল ইসলামের বড় ভাই কবির মিয়াকে এলাকার প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের সাথে মেলামেশা করে এবং ক্ষমতার দাপট দেখিয়ে তার পুত্র আব্দুল মুহিত কিবরিয়া ওরফে হান্নানকে একের পর এক কাল্পনিক মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন।

এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে মো: মঈনুল ইসলাম আব্দুল মালেক ওরফে কালা মিয়ার অভিযোগের জবাব দেন।

মো: মঈনুল ইসলাম বলেন, কালা মিয়ার সংবাদ সম্মেলনের অভিযোগ অসত্য, ভিত্তিহীন, কাল্পনিক তথ্য উপস্থাপন করেছেন এবং ওই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান তিনি।

মো: মঈনুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আব্দুল মালেক ওরফে কালা মিয়া পুত্র আব্দুল মুহিত কিবরিয়া ওরফে হান্নান একজন গরু চোর। গরু চুরি নিয়ে এলাকায় বিচার শালিশী এবং জরিমানা করা হয় এবং সে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। এবছরের ২৫ মে রাতে কমলগঞ্জের ক্যামেলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুুতি কালে প্রাইভেটকারসহ আব্দুল মালেক ওরফে কালা মিয়া পুত্র আব্দুল মুহিত কিবরিয়া ওরফে হান্নানসহ আরো কয়েকজনকে পুলিশ আটক করে। এছাড়াও ওই পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসারও অভিযোগ আনেন মঈনুল।

তিনি জানান, এবছরের ২৩ ফেব্রুয়ারি সকালে আব্দুল মালেক ওরফে কালা মিয়ার বাড়ীর উঠান থেকে ২০ পিচ ইয়াবাসহ ২জনকে মাদকসহ গ্রেফতার করা হলেও অজ্ঞাত কারণে কালা মিয়াকে আসামী করা হয়নি।

মো: মঈনুল ইসলাম সংবাদ সম্মেলনে আরও জানান, তার পরিবার আব্দুল মালেক ওরফে কালা মিয়া’র থেকে রামনগর মৌজার এসএ খতিয়ান নং-২৭৩, আরএস খতিয়ান নং-৩৫০, এসএ দাগ নং ১৭৮ আরএস দাগ নং-৩৯৬ সাইল এর ৪৫ শতক জমি ক্রয় করে টাকা পরিশোধ করে জমি দখল বুঝে নেন। পরে রেজিষ্ট্রারী করে দিবেন বলে দীর্ঘদিনেও জমি রেজিষ্ট্রি করে না দিয়ে টালবাহানা করতে থাকেন। এ নিয়েও এলাকায় বিচার শালিশী হয়। এঘটনায় কালা মিয়া তাদের উপর ক্ষীপ্ত হন। এনিয়ে দু’পক্ষ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন।

মো: মঈনুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আব্দুল মুহিত কিবরিয়া ওরফে হান্নান ও তার পিতা আব্দুল মালেক ওরফে কালা মিয়ার হুমকি ধামকির কারণে বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছেন। যে কোন সময় তারা প্রাণে হত্যা হতে পারে বলে আতঙ্কিত। তাই তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা বিধানের দাবি জানিয়েছেন।

এসময় তার ভাই কবির মিয়া, মালেক মিয়া, প্রতিবেশী রুবেল মিয়া ও আব্দুর রহিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।