জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর ২০১৮-২১পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
একুশে জার্নাল
জুন ২৮ ২০১৮, ০০:২৫
একুশে জার্নাল লন্ডন: গত ৬ জুন রবিবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর কাউন্সিল পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় । কাউন্সিলে সভাপতিত্ব করেন মুফতি আব্দুল হান্নান ও পরিচালনা করেন – মহাসচিব মাওলানা সৈয়দ মোশাররফ আলী ।
ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর বিপুল সংখ্যক কাউন্সিলরগণ এতে উপস্থিতিত হন ।
সভায় প্রথম পর্বে- মহাসচিব মাওলানা সৈয়দ মোশাররফ আলী ও ট্রেজারার মাওলানা জসিম উদ্দিন
বিগত ৩ বছরের সাংগঠনিক রিপোর্ট ও অর্থনৈতিক রিপোর্ট পেশ করেন।
উপস্থিত কাউন্সিলর বৃন্দ তাদেরকে ধন্যবাদ জানিয়ে রিপোর্ট এর মন্জুরী প্রদান করেন । পরে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন কমিশনার বৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন ।
২য় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা শামসুল হক সাহেব এর নেতৃত্বে ৫ সদস্য বিশিস্ট নির্বাচন কমিশনার বৃন্দের তত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয় ।
উক্ত নির্বাচনে কাউন্সিলর বৃন্দের প্রতক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে মুফতি আব্দুল হান্নান সাহেব ও মহাসচিব পদে মুফতি মাওসুফ আহমদ নির্বাচিত হন।
পরবর্তীতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রণয়ের জন্য ২৩ জুন ২০১৮ লন্ডনের জামিয়া দারুস সুন্নাহর হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি আব্দুল হান্নান ও পরিচালা করেন মহাসচিব মুফতি মাওসুফ আহমদ ।
উক্ত সভায় আলোচনা সাপেক্ষে সকলের সম্মতিক্রমে আগামি তিন বছরের জন্য নিম্নলিখিত তালিকা ঘোষণা করা হয় –
উপদেষ্টা পরিষদ:
মাওলানা হাফিজ শামসুল হক সাহেব (লন্ডন), শাইখুল হাদীস মাওলানা ইমদাদুল হক সাহেব (ওয়ালসল), মাওলানা মুস্তফা আহমদ সাহেব (লন্ডন), মাওলানা আব্দুল করিম সাহেব (লন্ডন), মাওলানা এখলাছুর রহমান সাহেব(বার্মিংহাম), মাওলানা জমশেদ আলী সাহেব (লন্ডন), মাওলানা তহুর উদ্দিন সাহেব (লন্ডন), মাওলানা আশরাফ আলী সিকদার সাহেব (ব্রাডফোর্ড), মাওলানা আব্দুল গাফ্ফার সাহেব(লন্ডন), মাওলানা বশীর উদ্দিন সাহেব(লন্ডন), মাওলানা আব্দুল আহাদ সাহেব (ব্লাকবর্ন), মাওলানা খলিলুর রহমান সাহেব (স্কানথর্প), মাওলানা আব্দুর রহমান সাহেব(হুল), হাফিজ মাওলানা আজদ উদ্দিন নুমান সাহেব (লন্ডন), হাফিজ শায়খ ইমাম উদ্দিন সাহেব (সানাডারল্যান্ড), মাওলানা হামিদুর রহমান হিলাল সাহেব (নিউক্যাসেল), আলহাজ্ব শামসুদ্দিন সাহেব (বাণীগ্রামী) (লন্ডন), শায়খ আলহাজ্ব সৈয়দ তক্বদ্দছ আলী সাহেব (লন্ডন), মাওলানা মুফতী মর্তুজা হুসাইন খান সাহেব (ওয়ালসল), শাইখুল হাদীস মাওলানা সিরাজুল ইসলাম সাহেব (লিভারপুল), আলহাজ্ব আব্দুল জলিল সাহেব (লন্ডন)
কার্যনির্বাহী কমিটি:
সভাপতি: মুফতী আব্দুল হান্নান সাহেব (লুটন), সহ সভাপতি: মুফতী জিল্লুল হক সাহেব (লুটন), মাওলানা আব্দুল আজিজ ছিদ্দিকী সাহেব (মিলটন কিংস), মাওলানা সৈয়দ মোশাররাফ আলী (লন্ডন), মুফতী সাইফুল ইসলাম সাহেব (ব্র্রাডফোর্ড), মাওলানা গোলাম কিবরিয়া (লন্ডন), মাওলানা সৈয়দ আশরাফ আলী (লন্ডন), মাওলানা হাফিজ মোবারক আলী (লন্ডন), মাওলনা আবু তাহের ফারুকী (লিডস), মাওলানা আব্দুর রব ফয়েজী (বার্মিংহাম), মাওলানা ক্বারি আব্দুল হাফিজ (বার্মিংহাম), মাওলানা আব্দুর রব (স্যারে), মাওলানা আবু সায়ীদ কামালী (সেফিল্ড), মাওলানা হারিস উদ্দিন (লন্ডন), মুফতী আব্দুল মালিক সাহেব (লন্ডন), মুফতী আজিম উদ্দিন (লন্ডন), মুফতী জুনায়েদ আহমদ সাহেব (অল্ডহাম),
মহাসচীব: মাওলানা মুফতী মওসুফ আহমদ (লন্ডন), যুগ্ম মহা সচিব: মাওলানা মামনূন মহিউদ্দিন (লন্ডন), সহ সম্পাদক: মাওলানা এখলাছুর রহমান (বালাগঞ্জী) (ব্রাডফোর্ড), মাওলানা সাদিকুর রহমান (অল্ডহাম), হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ (বার্মিংহাম), হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ (রসডেল), মাওলানা আব্দুল কাইয়ুম কামালী (অল্ডহাম), মাওলানা জয়নাল আবেদিন (প্রেষ্টন), মাওলানা শেখ নুরে আলম হামিদী (ওয়ালসল), হাফিজ মুস্তাক আহমদ (লন্ডন), মাওলানা শামসুল হক ছাতকী (লন্ডন), মুফতি বুরহান উদ্দীন (লন্ডন), আলহাজ¦ জমিল বদরুল (স্যান্ডওয়াল),
কোষাধ্যক্ষ: মাওলানা মোহাম্মদ জসীম উদ্দীন (লন্ডন), সহ কোষাধ্যক্ষ: মাওলানা লুৎফুর রহমান (নিউহাম) (লন্ডন), মাওলানা আব্দুল হান্নান (লন্ডন),
সাংগঠনিক সম্পাদক: মাওলানা নাজিরুল ইসলাম (লন্ডন), সহ সাংগঠনিক সম্পাদক: মাওলানা মোহাম্মদ জাকারিয়া (বার্মিংহাম), মাওলানা রায়হান হুসাইন (লন্ডন), মাওলানা সাইফুল ইসলাম (লন্ডন), মাওলানা হাফিজ জিয়াউল ইসলাম (সান্ডারলেন্ড),
প্রচার সম্পাদক: মাওলানা মুখলিছুর রহমান (নিউ ক্যাসেল), সহ প্রচার সম্পাদক: হাফিজ মুদ্দাছিছর আনওয়ার (ওয়ালসাল), মাওলানা আব্দুস সামাদ মুহিব (লন্ডন), মাওলানা শাহ নুর আহমদ (ইটালি), মাওলানা কামাল উদ্দিন আজারি (লন্ডন), মাওলানা আব্দুল খালিক (সান্ডওয়েল),
প্রশিক্ষণ সম্পাদক: হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম (লন্ডন), সহ প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা কামাল উদ্দিন (সান্ডারলেন্ড), হাফিজ মাওলানা হিফজুল করিম মাসুক (লেস্টার), মাওলানা জহির উদ্দিন (লন্ডন), মাওলানা আবু সুফিয়ান (লন্ডন),
সাহিত্য সম্পাদক: মাওলানা মাহফুজ আহমদ (লন্ডন), সহ সাহিত্য সম্পাদক: মাওলানা শিহাব উদ্দিন (লন্ডন), মাওলানা শাহ মাসুক (লেস্টার), মাওলানা আবিদ (অল্ডহাম), হাফিজ মাওলানা আলতাফ হোসেন (ফ্রান্স), মাওলানা গুলজার হোসাইন (অল্ডহাম),
হাফিজ মাওলানা জামিল আহমদ (নর্থহামটন)
যুব বিষয়ক সম্পাদক: মাওলানা হুসাইন আহমদ (লন্ডন), সহ যুব বিষয়ক সম্পাদক: হাফিজ মাওলানা নাসির উদ্দিন আহমদ (লন্ডন), হাফিজ আবু আসকর (বার্মিংহাম), মাওলানা নাবিল আহমদ (লুটন), মাওলানা ফুজায়েল আহমদ (লন্ডন), হাফিজ ওলিদুর রহমান (লন্ডন), মৌলভি কামরুল ইসলাম (সান্ডওয়েল),
আন্তজার্তিক বিষয়ক সম্পাদক: মাওলানা এনাম উদ্দিন (লন্ডন), সহ আন্তজার্তিক বিষক সম্পাদক: মাওলানা আব্দুস সাত্তার (লুটন), মাওলানা রুহুল আমিন (ইটালি), মাওলানা উবায়দুল হক (ব্রাডফোর্ড), হাজী রফিকুল ইসলাম (ব্রাডফোর্ড), তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক: হাফিজ মাওলানা আব্দুল আওয়াল (লন্ডন), সহ তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক: হাফিজ মাওলানা আমিনুল ইসলাম (অল্ডহাম), মাওলানা জয়নাল আবেদিন (বার্মিংহাম), মাওলানা মিফতাহ উদ্দিন (ব্রাডফোর্ড), মাওলানা জহিরুল ইসলাম (অলসল), মাওলানা আমিনুর রহমান (উস্টার), মাওলানা সৈয়দ আবু তালহা (কিডির মিনিষ্টার),
ফতওয়া বিষয়ক সম্পাদক: মাওলানা মুফতী সাবির আহমদ (অলসল), সহ ফতওয়া বিষয়ক সম্পাদক: মুফতী লুৎফুর রহমান বিন্নুরী (লন্ডন), মাওলানা মুফতী মাহমুদ সানি (লন্ডন), মাওঃ মুফতি বাহাউল ইসলাম (ওল্ডহাম)
মাওলানা মুফতী ফয়জুর রহমান (লন্ডন),
আইন বিষয়ক সম্পাদক: ব্যারিস্টার মাওলানা হাবিব উল্লাহ (বার্মিংহাম), সহ আইন বিষয়ক সম্পাদক: সলিসিটর ইব্রাহিম আলী (লন্ডন), সলিসিটর আব্দুল্লাহ আল ইমরান খান (লন্ডন),
রিলিফ বিষয়ক সম্পাদক: ক্বারি আলহাজ্ব আব্দুল আহাদ (লন্ডন), সহ রিলিফ বিষয়ক সম্পাদক: মৌলভী সৈয়দ নাজমুল ইসলাম (লন্ডন), আলহাজ্ব জুবের আহমদ (লন্ডন), আলহাজ্ব আব্বাস মিয়া (লন্ডন), আলহাজ্ব হারুন মিয়া (লন্ডন), আলহাজ্ব মঈনুল ইসলাম (লিডস),
সমাজ সেবা বিষয়ক সম্পাদক: আলহাজ্ব সাইস্তা মিয়া (লন্ডন), সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক: মাওলানা সৈয়দ ফারুক আহমদ (লন্ডন), আলহাজ্ব ফজলুর রহমান (লন্ডন), মৌলভী শামীম আহমদ (লন্ডন), মাওলানা শিব্বির আহমদ (ইটালি), আলহাজ্ব নুরুল হক (মিলটন কিংস), আলহাজ্ব আজাদ আহমদ মোল্লা (লন্ডন),
চাঁদ দেখা কমিটি: মাওলানা আব্দুস সালাম (ব্রাডফোর্ড), সহ চাঁদ দেখা কমিটি: মাওলানা আশফাক আহমদ (নিউক্যাসেল), হাফিজ মাওলানা রশিদ আহমদ নুমান (লন্ডন), হাফিজ মাওলানা মুখলিছুর রহমান (লন্ডন), মাওলানা আখলাক চৌধুরী (লন্ডন)।
সাদস্য: মাওলানা আব্দুুল মুনিম (লন্ডন), হাফিজ মাওলানা শফিকুল ইসলাম (লন্ডন), মাওলানা মুস্তাফিজুর রব চৌধুরী (বার্ণলী), মাওলানা আহমদুল হক রায়হান (লুটন), মাওলানা আনোয়ার হোসেন (রব্বানী) (লন্ডন), আলহাজ্ব বদরুল হক চৌধুরী (লন্ডন), আলহাজ্ব জালাল উদ্দিন (লিডস), এইচ এম সেলিম আহমদ (ফ্রান্স), আলহাজ্ব মুছতাফিজুর রহমান (লন্ডন), মাওলানা আশিকুর রহমান (লন্ডন), মাওলানা সালাহ উদ্দীন (বার্মিংহাম), মাওলানা আব্দুল মতিন খন্দকার (মিলটন কিংস), আলহাজ্ব নুরুল হক (বার্মিংহাম), মাওলানা আছাদ হোসেন (লন্ডন), হাজি সিরাজুল ইসলাম (লন্ডন),মকসুদ আহমদ (অলসল), মাওলানা সৈয়দ আব্দুল মুহিত (লিডস), মাওলানা আব্দুল মতিন (স্কানথ্রপ), হাফিজ গোলাম রব (লন্ডন), মুফতী আব্দুল গাফ্ফার (লুটন), হাফিজ সৈয়দ সুলাইমান (সান্ডারলেন্ড), হাজি কয়েস মিয়া (লিডস), মাওলানা মনোয়ার কামালি (লন্ডন), মাওলানা সাহেদ আহমদ (ইটালি)।