জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল বিশেষ সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৯ ২০১৮, ১৩:৪৬

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কার্যকরী কমিটির দায়িত্বশীল বিশেষ সভা ৭ এপ্রিল শনিবার ২০১৮ লন্ডনের মারকাজুল উলুম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় নেতৃবৃন্দ বলেন জমিয়তে উলামায়ে ইসলাম ধর্মীয়, রাজনৈতিক, দাওয়াতী, সামাজিক এবং সত্য ন্যায়ের বহুমুখী সংগ্রামে, বিশ্বব্যাপী অনন্য সাধারণ খেদমতের শত বছর পূরণের গৌরবোজ্জল অধ্যায় রচনা করেছে। নেতৃবৃন্দ ২০১৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য জমিয়তের শত বার্ষিকী সম্মেলন সফল করতে জমিয়তের দেশে দেশে অবস্থানরত সর্বস্তরের নেতা কর্মী কে সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
এছাড়া ও সভায় অপর এক সিদ্ধান্তে আগামী ১১ মে শুক্রবার লন্ডনে ইউকে জমিয়তের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা আহবান করা হয়েছে এতে কেন্দ্রীয় কমিটির সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
সভায় আফগানিস্তানে শতাধিক হাফেজে কোরআন হত্যার তীব্র নিন্দা জানিয়ে এই হত্যার প্রতিবাদে বিশ্ব মুসলিম কে সুচ্চার হওয়ার আহবান জানানো হয়।
সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম জমিয়তের সাবেক সেক্রেটারী মাওলানা ফখরুদ্দীন সাদিক, অন্যান্যের উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইউকে জমিয়তের জয়েন্ট সেক্রেটারী আশফাকুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, ইউকে জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্বিক, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুস সামাদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউদ্দীন, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ প্রমুখ।