জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ’র ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
মে ০৭ ২০১৮, ২২:৪২
শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান সভাপতি এবং
মুফতি মাওসুফ আহমদ মহাসচিব নির্বাচিত।
একুশে জার্নাল লন্ডন:
গত ৬ মে রোববার বিকেলে লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক কাউন্সিলরদের ব্যালট ভোটের মাধ্যমে সভাপতি ও মহাসচিব নির্বাচিত করা হয়। বরাবরের মতো এবারও সভাপতি নির্বাচিত হন শায়খুল হাদিস মুফতি আবদুল হান্নান সাহেব এবং নতুন মহাসচিব নির্বাচিত হন মুফতি মওসুফ আহমদ। কাউন্সিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪ জনের একটি নির্বাচনী কমিশন দায়িত্ব পালন করেন। প্রধান কমিশন মাও. হাফিজ শামসুল হক সাহেব এবং তাঁর সঙ্গে আরও ছিলেন মাও. শায়খ মোস্তফা আহমদ, মাও. এখলাসুর রহমান ও মাও. আবদুল গফফার।
অনুষ্ঠানে বিদায়ী মহাসচিব মাও. সৈয়দ মোশাররফ আলী এবং বিগত কমিটির ট্রেজারার মাও. জসিম উদ্দিন তাদের রিপোর্ট পেশ করেন এবং পাঠ করে শুনান। সম্মেলনে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, আলহাজ্ব শামসুদ্দিন বানিগ্রামী, মাও. গোলাম কিবরিয়া, মাও. মামনুন মুহি উদ্দিন প্রমুখ। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে জমিয়ত কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কাউন্সিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।