জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ইফতার মাহফিল সম্পন্ন।

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৮ ২০১৮, ০৩:২৪

একুশে জার্নাল লন্ডন: গতকাল বৃহস্পতিবার ৭ জুন ২২ রামাদ্বান ২০১৮ জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে রামাদ্বানের গুরুত্ব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি শায়খ আব্দুল আজীজ সিদ্দিকীর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা মামুনের পরিচালনায় বিপুল সংখ্যক জমিয়ত কর্মিবৃন্দ ও মুসল্লিয়ানদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খ মাওঃ মস্তফা আহমদ,এছাড়া রামাদ্বানের ফজিলত ইফতার, তারাবীহ, ও সেহরি বিষয়ক মাসআলা ও ফজিলত নিয়ে আলোচনা করেন, মাওঃ আব্দুল করিম, সৈয়দ মাওঃ মুশার্রাফ আলী, মুফতি মাওছুফ আহমদ, মুফতি আজীম উদ্দীন, মাওঃ মাহফুজ আহমদ, মাওঃ জসিম উদ্দীন, মাওঃ শামসুল হক ছাতকী, মাওঃ আব্দুস ছামাদ। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাওঃ জহির উদদীন, মাওঃ রায়হান হুসাইন, মাওঃ লুৎফুর রাহমান, হাফিজ মোশাররফ আহমদ, হাজি সিরাজুল ইসলাম, আলহাজ্ব ফজলুর রাহমান, হাজি মুস্তাফিজুর রাহমান, হাজি আখলু মিয়া , জনাব নুরুল হক, জনাব গিলমান আহমদ প্রমুখ। পরিশেষে বিশেষ দোয়া পরিবেশন করেন এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।