জমকালো আয়োজনে পালিত হয়েছে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির ৫ম বর্ষপূর্তি

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৪ ২০১৯, ১৩:০৪

এহসান বিন মুজাহির: জমকালো আয়োজনে পালিত হয়েছে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির ৫ম বর্ষপূর্তি ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। সন্ধ্যা ৬টায় জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যেমে সম্পন্ন হয় আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়া। সোসাইটির সম্পাদক নাদির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সভাপতি ইসমাইল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ শামীম আহমেদ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট রাসেল আহমেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন আনন্দ টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল আহমেদ পাপ্পু এবং আমাদের নতুন সময় পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন আহমেদ। সাংস্কৃতি অনুষ্ঠান, কেক কাটাসহ নানা কর্মসূচি ছিল।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়া।