জবিতে মুজিব মঞ্চের উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৭ ২০২০, ১৫:৫১

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তে মুজিব বর্ষ উপলক্ষ্যে নবনির্মিত মুক্তমঞ্চ ‘মুজিব মঞ্চ’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মঞ্চের উদ্বোধন করেন।
মঙ্গলবার (১৭ মার্চ ) সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে প্রায় ৮০০ বর্গফুটের মুক্তমঞ্চটি উদ্বোধন করা হয়।
এসময় উপাচার্যের সাথে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর আলম আবদুল্লাহ ও সাধারন সম্পাদক শামীমা বেগম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তরের পরিচালক, শিক্ষক- শিক্ষিকা ,কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন