জনসাধারণের মাঝে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মাস্ক, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৯ ২০২০, ১৩:৫৬

সজীব চন্দ্র দাশ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা সাব্বির আহমেদের ব্যক্তিগত উদ্দ্যোগে করোনাভাইরাস ঠেকাতে সতর্কতামূলক লিফলেট, মাস্ক, সাবান ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু করে ত্রিশাল বাজার পর্যন্ত প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে সচেতনতামুলক লিফলেট, মাস্ক, সাবান ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সাব্বির আহমেদ, নাঈমুর রহমান দুর্জয়, মনিরুল ইসলাম ত্বকি, মাহমুদুল ইসলাম সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা সাব্বির আহমেদ জানান, করেনার প্রভাবে ত্রিশালে ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে, তাই করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব, এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা জনসাধারণের পাশে দাঁড়াতে সদা-সর্বদা প্রস্তুত।