জনসচেতনতা ও বাজার নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
মার্চ ৩০ ২০২০, ১৬:০৫

মাহবুবুর রহমান-রূপগঞ্জ,নারায়ণগঞ্জ:
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মানুষের সচেতনতা বৃদ্ধি ও বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা দশটায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও প্রেসক্লাবের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেনাবাহিনীর প্রতিনিধি মেজর সাজ্জাদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাঈদ আল মামুন, সহকারী কমিশনার ( ভূমি ) তরিকুল ইসলাম ও রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল শিকদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা উপজেলার বাজার ঘাট ও লোকজনের চলাফেরার নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। এবং এই সংকট কালিন সময়ে কোন সুযোগ সন্ধানী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারেও যথেষ্ট গুরুত্ব দেয়া হয়।