জনগণের প্রতিনিধি কাজ করবে জনগণের জন্য: প্রবাসী কল্যাণমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১৩ ২০২২, ২২:৪৩

তানজিল হোসেন, গোয়াইনঘাট:  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, “জনগণের প্রতিনিধি কাজ করবে জনগণের জন্য। আমার চোখে সব জনপ্রতিনিধি সমান।আপনারা নতুন যারা আছেন, দয়া করে দুর্নীতি থেকে দূরে থাকবেন। আপনারা খবর নিয়ে দেখেন আমিও কিন্তু দুর্নীতি থেকে দূরে আছি।”

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩ ঘটিকায় উপজেলা প্রশাসন, গোয়াইনঘাটের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় মন্ত্রী শিক্ষা ও কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষিত সমাজের কর্মসংস্থান কম হচ্ছে। আপনারা কম্পিউটারে লেখাপড়া করেন। বিভিন্ন ধরণের ভাষা শিখেন। কর্মসংস্থানের অভাব হবে না।” তিনি বলেন, “যেখানে শিক্ষা ভালো আছে। পরিবেশ ভালো আছে, রেজাল্ট ভালো আছে। সেখানে এই চিন্তা করা উচিত।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বক্তব্য দেন, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য চন্দনা রানী দাস, তোয়াকুল ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, “উনি (ইমরান আহমদ এমপি) যখন ১৯৮৬ সালে প্রথমবার নির্বাচিত হন তখন থেকেই শিক্ষা, যোগাযোগ এবং বিদ্যুৎ এই ৩টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করছেন। আমরা শতভাগ বিদ্যুৎ পেয়েছি। শুধু যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে। ফারুক বলেন, আমরা মন্ত্রীর এলাকার মানুষ। এখানে প্রেস্টিজেরও বিষয় রয়েছে। সালুটিকর টু গোয়াইনঘাট রাস্তার বেহাল অবস্থা। এ সময় তিনি যোগাযোগ ব্যবস্থা ছাড়াও মানুষের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেদিকেও সুনজর দেওয়ার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসেইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা প্রমুখ।

এ সময় চতুর্থ ও ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত উপজেলার ৮টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ প্রবাসী কল্যাণ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইউপির চেয়ারম্যানবৃন্দের মধ্যে ৫০০ পিস করে মাস্ক বিতরণ করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।

এর মধ্যে নবগঠিত গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় পরিদর্শন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় উদ্বোধন, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভায় অংশগ্রহণ, সারি- গোয়াইনঘাট সড়কের বড় ভাঙা ব্রীজ, ঘোষের আংরা ব্রীজ ও বার্কিপুর ব্রীজের উদ্বোধন, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, গোয়াইনঘাট-রাধানগর-জাফলং রাস্তার সংষ্কার কাজের পরিদর্শন ও গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।