জগদ্বিখ্যাত আলেম শায়খ সাঈদ আল ক্বাহতানীর ইন্তেকাল
একুশে জার্নাল
অক্টোবর ০১ ২০১৮, ১০:৪৩
সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত ও সাড়া জাগানো দোয়ার বই ‘হিসনুল মুসলিম’ এর লেখক ড. সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল ক্বাহতানী আজ ফজরের সময় রফিকে আলার ডাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ক্ষণজন্মা এই আলেমে রব্বানী ১৯৫১ সালে সৌদি আরবের মক্কার পার্শ্ববর্তী একটি এলাকায় জন্ম গ্রহণ করেন। তিনি পড়াশোনা করেন রিয়াদের আল ইমাম বিশ্ববিদ্যালয়ে। হিসনুল মুসলিম ছাড়াও এই জ্ঞানতাপস এই মনিষী ৮০টিরও বেশি অনবদ্য গ্রন্থের লেখক।