জকিগঞ্জে আল উবায়েদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৮ ২০২০, ১৬:০১
করেনাভাইরাসের প্রভাবে সংকটময় পরিস্তিতিতে আল উবায়েদ একাডেমী লন্ডন’র তত্ত্বাবধানে ৭০টি অসহায় পরিবারের খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরন করেছে সিলেট জকিগঞ্জের আল উবায়েদ ফাউন্ডেশন।
আজ বুধবার ৮ মার্চ আল উবায়েদ ফাউন্ডেশন উজিরপুর, জকিগঞ্জ সিলেটের প্রধান কার্যলয়ের থেকে সরকারের ঘোষনা অনুযায়ী সামাজিক দূরত্ব বযায় রেখে সল্প সময়ে দিনমজুর পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসাবে চাল,ডাল,আলু,সয়াবিনতেল,পিয়াজ,রসুন, আদা ও সাবান সহ নগদ অর্থ প্রদান করা হয়।
লন্ডন থেকে টেলিকনফারেন্সে ফাউন্ডেশনের চেয়্যারমান ও প্রতিস্টাতা মুফতী সালাতুর রহমান মাহবুব বলেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে পুরো দুনিয়ায় পিন পতন নিরব দূভিক্ষ চলতেছে।বাংলাদেশ ও লক ডাউন। এহেন পরিস্হিতে দিনে আনা খেটে খাওয়া মানুষগুলো ও স্বল্প আয়ের মানুষ, মদ্যবিত্ত পরিবারগূলো বিপাকে পড়েছে।সুতরাং গোটা বৈশ্বিক এ বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানো সমাজের দানশীল ও বিত্তশালী মানুষের নৈতিক দায়িত্ব। সেই হিসাবেই আমরা আমাদের ক্ষুদ্র প্রচেস্টা।আমরা এর আগে মহান আল্লাহর রহমতেএই ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র, খাদ্যবিতরণ, রামাযান ফুড, ঈদ প্যাকেজ ও দরীদ্র মানুষের বিবাহশাদীসহ অন্যান্য প্রয়োজনিয় ক্ষেএে আন্জাম দিয়েছি এবং দিয়ে যাচ্ছি ।
সুতরাং মহান আল্লাহর কৃপায় সকলের দোয়া থাকলে আমার আপনার সহযোগীতার বিত্তিতে আমরা এই ধারা অব্যাহত রাখতে পারব। আর আপনার সামান্য অনুদান হতে পারে খেটে খাওয়া মানুষদের মুখে হাসি ফুটানোর উত্তম পন্থা। উম্মাহর এ ক্রান্তিলগ্নে অসহায়, অসচ্ছল পরিবারগুলোর জন্য আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।মহান আল্লাহ পাক আমাদের সকল কে কবুল করূন। আমীন
খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব ইসহাক আলী, সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সাবেক ইউ পি চেয়্যারমান, সহ সভাপতি অএ ওয়ার্ডের কাউন্সিলর জনাব আতাউর রহমান, সহ সভাপতি মাঃ আলী আহমদ,সেক্রেটারী হিফজুর রহমান মাহফুজ,প্রচার সম্পাদক হাবীবুর রহমান হাসান,
অফিস সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, সদস্য হোসাইন আহমদ, ফয়ছল আহমদ সহ প্রমূখ।