ছয়শত পরিবারের পাশে দাঁড়ালো ঢাকাদক্ষিণ সমাজকল্যাণ সংস্থা মিশিগান
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১২ ২০২০, ১৭:২৮

কোভিড-১৯ করোনা ভাইরাসে সারা দেশ লকডাউনে, কর্মক্ষেত্রে যেতে পারছেনা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
গতকাল “সিলেট” জেলা পুরোপুরি লকডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম কাজী এমদাদুল ইসলাম।
লকডাউনে ঘরবন্দি থাকায় বিশেষ করে খাদ্য সংকটে পড়ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা।
ঢাকাদক্ষিন এলাকার লোকজন যাতে খাদ্য সংকটে না পড়ে, এজন্য “ঢাকাদক্ষিন সমাজ কল্যান সংস্থা” মিশিগান ইউএসএ এর নেতৃবৃন্দ ভিডিও কনফারেন্স করে ছয়শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরনের সিদ্ধান্ত নেন।
আজ ১২ এপ্রিল ঢাকাদক্ষিনের প্রতিটি গ্রামে ছয়শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্যদ দ্রব্যর মধ্যে ছিল চাল,ডাল,আলু,পিয়াজ,ছোলা, তৈল।
সংস্থার সভাপতি মামুন উদ্দিন সামছু ও প্রচার সম্পাদক এমাদ উদ্দিন আহমদ বলেন আমরা প্রবাসে থাকলেও মন পড়ে থাকে দেশের মাটিতে।
আমরা ঢাকাদক্ষিন সমাজ কল্যান সংস্থার মিশিগান এর মাধ্যমে এলাকার উন্নয়নে দূর্য়োগে সব সময় কাজ করে যাব।
আজকের খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত ও সার্বিক তত্বাবধানে ছিলেন ঢাকাদক্ষিন ইউপি মেম্বার হোসাইন আহমদ, শিলঘাটের নুরুল ইসলাম মেম্বার, রতন রেজা, আব্দুর রউফ দুলু, নাছির উদ্দিন, এনাম উদ্দীন, মনসুর আহমদ সাংবাদিক জাবেদ মাহবুব প্রমূখ।