ছাত্র রাজনীতিতে আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে ইশা ছাত্র আন্দোলন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২০ ২০১৯, ২৩:১৫

ক্ষমতার বলি হিসেবে ব্যবহৃত ছাত্র সমাজকে বাচানো এবং সন্ত্রাস, ক্যাডার নির্ভর ছাত্র রাজনীতির অবসান ঘটিয়ে আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন।

হাটহাজারী ডাকবাংলো চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ২০ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম উত্তর জেলা এবং হাটহাজারী সাংগঠনিক জেলা কর্তৃক র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

র্যালী পূর্ব আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন- দেশের রাজনীতিকে কায়েমী স্বার্থবাদীরা নিজেদের স্বার্থে ব্যাবহার করছে। ছাত্র সমাজের হাতে কলমের বদলে তুলে দিয়েছে অস্ত্র আর মাদক। রাজনৈতিক নেতাদের শেল্টারে আগামীর কাণ্ডারী ছাত্রনেতারা আজ চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা সহ নানান ধরণের অপরাধে জড়িত হচ্ছে।

বক্তারা আরো বলেন- ত্রিধারার ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন ইতিমধ্যে শিক্ষাঙ্গনে আদর্শ ছাত্র রাজনীতির নজির সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সারাদেশে চরিত্রবান ছাত্র সমাজ দলে দলে ছাত্র আন্দোলনে যোগ দিচ্ছে। নেতৃবৃন্দরা সন্ত্রাস ও অস্ত্র নির্ভর ছাত্র রাজনীতির অবসান ঘটাতে সবাই ছাত্র আন্দোলনে যোগদানের আহ্বান জানান।

উত্তর জেলা ছাত্র অান্দোলনের সভাপতি এমদাদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন এমদাদুল্লাহ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মাওলানা মতিউল্যাহ নূরী।

বক্তব্য রাখেন- কেন্দ্রীয় শুরা সদস্য নূর আহমদ তালহা, ইসলামী শ্রমিক আন্দোলন উত্তর জেলা সভাপতি মুফতী আব্দুল আলী কারিমী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ফোরকান শিকদার, ইশা ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান, সাবেক সভাপতি মুহাম্মাদ আমিরুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জেলার দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমসহ প্রমূখ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য একটি র্যালি হাটহাজারীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।