ছাত্র মজলিস সিলেট সদর দক্ষিণ থানা শাখা পুনর্গঠন সম্পন্ন
একুশে জার্নাল
অক্টোবর ২৫ ২০১৯, ০১:৪২
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার অধীনস্থ সদর দক্ষিণ থানা শাখা পুনর্গঠনের লক্ষে আজ ২৪ অক্টোবর, বৃহস্পতিবার ৪. ঘটিকার সময় স্থানীয় উপজেলা মজলিস মিলনায়তনে সদর দক্ষিণ থানা শাখার সভাপতি রহমত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী জয়নাল আবেদীনের পরিচালনায় বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশানার হিসেবে উপস্থিত থেকে শাখা পু্নর্গঠন পরিচালনা করেন, সিলেট পশ্চিম জেলার নব মনোনিত সভাপতি ফখরুল ইসলাম, উপস্থিত সহযোগী সদস্যদের প্রত্যেক্ষ ভোটে ২০১৯-২০ সেশনের জন্য শাখার সভাপতি নির্বাচিত হন রহমত আলী ও সেক্রেটারী মনোনিত হন
জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি মুহাম্মদ শাহাব উদ্দীন, খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলার সহ
সাংগঠনিক সম্পাদক মাওঃ আফজাল হুসাইন,
আরও উপস্থিত ছিলেন শাখা বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাহদি খালেদ, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক বদরুল আলম , আবদুল হাকিম, মুজাক্কির আহমদ প্রমুখ।