ছাত্র মজলিস সিলেট মহানগর মাদ্রাসা বিভাগের উদ্যোগে ‘মাদরাসা ছাত্র সম্মিলন’ অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ২৮ ২০১৯, ২৩:০২

দক্ষতা অর্জন ও মেধার বিকাশের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদেরকে নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে হবে।  

– মাওলানা মঞ্জুরে মাওলা 

ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঞ্জুরে মাওলা বলেছেন, সমাজ ক্রমেই অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। জ্ঞান-বিজ্ঞানের চরম উৎকর্ষতার পরও দিনে দিনে দেশ ও সমাজ পচনশীলতার কবলে আক্রান্ত হয়ে আজ বিপর্যয়ের মুখোমুখি। চরিত্রহীনত ও মিথ্যার কালো মেঘে মানবিক সৌন্দর্য ও শান্তির সূর্য ঢাকা পড়েছে।

তিনি বলেন, নৈতিক মুল্যবোধ ও চারিত্রিক সৌন্দর্যের সুষমা মন্ডিত একটি সুন্দর সমাজ গঠনের জন্য মাদরাসা ছাত্রদের এগিয়ে আসতে হবে। দক্ষতা অর্জন ও মেধার বিকাশের মাধ্যমে নিজেদেরকে আগামীর সমাজে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এর কোন বিকল্প নেই।

তিনি আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার নগরীর শহীদ সোলেমান হলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর মাদরাসা বিভাগের উদ্যোগে মাদরাসা ছাত্র সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগরীর মাদরাসা কার্যক্রম বিষয়ক সম্পাদক মোস্তফা আহমদ সোহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল,পরিষদ সদস্য ও পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির,সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি প্রিন্সিপাল আহমদ মাহফুজ আদনান।

মাদরাসা বিভাগ সভাপতি সাজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মিলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর প্রশিক্ষন সম্পাদক মুহাম্মদ আব্দুর রব,প্রচার ও পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, আব্দুল আলী, মোশাররফ আবেদীন, সাদিকুর রাহমান তাপাদার, আনিসুল ইসলাম, মুহিবুর রহমান রায়হান, খালেদ আহমদ, হাফিজুল ইসলাম, আব্দুল মুকিত, মাহবুবুর রহমান, আব্ আব্দুস সামাদ আল আজাদ, রেজওয়ান আহমদ, আহমদ সালমান প্রমূখ।