ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার পক্ষ থেকে পথ শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৩ ২০১৯, ০২:০৯

একুশে জার্নাল ডেস্ক: আজ ২৭ রমজান,২ জুন ১৯ ইং রবিবার সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার পক্ষ থেকে পথ শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি জাকির হোসেন সাঈদ, পূর্ব জেলা সেক্রেটারি নাঈম উদ্দিন তাপাদার, শাবিপ্রবি সেক্রেটারি জাকারিয়া হোসাইন জাকির, সাবেক পশ্চিম জেলা সেক্রেটারি মাওঃ আব্দুর রহীম, সিলেট মহানগর বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম জলিল, পূর্ব জেলা প্রশিক্ষণ সম্পাদক এম জাবের আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমীন, সাবেক এমসি কলেজ সভাপতি সৈয়দ সানাউল হক, সাবেক জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা রেজাউল করীম, সাবেক গোয়াইনঘাট- জৈন্তাপুর উপজেলা তত্ত্বাবধায়ক মাওলানা আখলাক হুসাইন প্রমুখ।